ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে এ বছরের মাঝামাঝি সময় হতে ই-পাসপোট দেওয়ার অধিদপ্তরের পরিকল্পনা রয়েছে। সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবন তৈরী করা হচ্ছে। জনগনের সেবা আরও দোড়গোড়ায় পৌছাতে আমরা বদ্ধ পরিকর। এছাড়াও এমআরপি প্রদান সহজীকরণের লক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রংপুর হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট আবেদনকারীদের মধ্যে দ্রততম সেবা প্রদান করা। প্রয়োজনে অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ পূর্বক পাসপোর্ট অধিদপ্তরের সেবার মান ও সুনাম বৃদ্ধি করা।