“পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এই স্লোগান কে সামনে রেখে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নাগরিকদের পাসপোর্ট সেবা দৌরগোড়ায় পৌছে দিতে প্রত্যেক জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এর কা্র্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় ঠাকুরগাঁও এ ৫ই জুন, ২০১৩ খ্রিঃ তারিখ হতে হোল্ডি নং ২৯৭/৫, ইসলামবাগ রোড এর ভাড়া করা বাড়ীতে আঞ্চলিক পাসপোর্ট অফিস অত্যন্ত দক্ষতার সাথে এ অঞ্চলের মানুষের পাসপোর্ট সেবা দিয়ে আসছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠাকুরগাঁও এ ০৭ই সেপ্টেম্বর, ২০১৪ খ্রিঃ তারিখ হতে মেশিন রিডেবল পাসপোর্ট (এম আর পি) যাত্রা শুরু করেন। ফলে অত্র জেলার অধিক্ষেত্রাধীন ০৬ (ছয়) টি থানার জনগণ স্বতস্ফুর্ত ভাবে পাসপোর্টের আবেদন পত্র জমা করে যথাসময়ে সন্তুষ্টি চিত্তে তৈরি পাসপোর্ট গ্রহণ করছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঠাকুরগাঁওয়ের যাত্রা শুরু হতে ১৪ মে ২০১৮খ্রিঃ পর্যন্ত ২৪৩৪৭টি আবেদন গ্রহণ করেন এবং এই আবেদনের প্রেক্ষিতে ২২৯৪৪টি এমআরপি মানুষের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে এবং তার ধারাবহিকতা অব্যাহত আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS